নিষিদ্ধ দ্রব্য সামগ্রী
মেট্রোরেল স্টেশন ও ট্রেনে বহন নিষিদ্ধ দ্রব্য সামগ্রীর তালিকা:
১। ট্রলি ব্যাগ - দৈর্ঘ্য-২২", প্রস্থ-১৪" ও উচ্চতা-৯" এর চেয়ে বড় আকার ও ওজন ১৫ কেজির অধিক।
২। ব্যাগ - দৈর্ঘ্য-২২০, প্রস্থ-১৪" ও উচ্চতা-৯" এর চেয়ে বড় আকারের হাত ব্যাগ বা ব্যাক প্যাক। বহনযোগ্য ব্যাক প্যাক মেট্রো ট্রেনের ভিতরে পিঠে বহন।
৩। কার্টুন - দৈর্ঘ্য-১৮", প্রস্থ-১৮" ও উচ্চতা-১৮" এর চেয়ে বড় আকারের সকল প্রকার মালামালের কার্টুন।
৪। বস্তা - সকল প্রকার মালামালের বস্তা (প্লাস্টিক, পাট, মোটা কাপড় ইত্যাদির তৈরী)।
৫। জীব জন্তু - যেকোনো পশু-পাখি ও জন্তু (তবে অনুমতি সাপেক্ষে অন্ধদের পথ দেখানোর জন্য প্রশিক্ষিত গাইড কুকুর)।
৬। হিমায়িত খাদ্য দ্রব্য - হিমায়িত সকল প্রকার খাদ্য দ্রব্য (যেমন: মাছ, মাংস, দুধ, রসালো মিষ্টি, পানি ইত্যাদি) যা থেকে ঘনীভূত পানি পড়ে স্টেশন বা ট্রেন নোংরা হতে পারে এবং গন্ধ ছড়াতে পারে।
৭। কাঁচাবাজার - সকল প্রকার কাঁচা শাক সবজি, মাছ-মাংস অথবা পানি ঝরছে বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন কাঁচাবাজারের ব্যাগ, গন্ধ ছড়াতে পারে এমন দ্রব্য যেমন-শুটকি ইত্যাদি।
৮। কৃষি পণ্য - অনাবৃত অবস্থায় সকল প্রকার কৃষি পণ্য।
১। ফল - অনাবৃত/প্যাকিং ছাড়া গন্ধ ছড়ায় অথবা বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন সকল প্রকার ফল (যেমন: আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, বাঙ্গী, তরমুজ, কমলা, আঙ্গুর ইত্যাদি) ।
১০। খাদ্যসামগ্রী - অনাবৃত/প্যাকেটবিহীন যেকোনো প্রকার খাবার এবং গন্ধ ছড়াতে পারে এমন খাবার যেমন- পোলাও, বিরিয়ানি ইত্যাদি।
১১। ফুল ও গাছ - অনাবৃত অবস্থায় তাজা ফুল, ফুলের তোড়া, সকল প্রকার গাছের চারা, গাছের টব ইত্যাদি।
১২। ধারালো বস্তু - ছুরি, কাঁচি, দা, বটি ও অন্য যেকোনো ধারালো বস্তু।
১৩। ধাতব/লৌহ বস্তু - সকল প্রকার ধাতব/লৌহ বস্তু যেমন: রড, পাইপ, তীক্ষ্ম ও ধারালো প্রান্ত যুক্ত কোনো ধাতব বস্তু, ধাতব বস্তু দ্বারা তৈরী যে কোনো সামগ্রী, ট্রাঙ্ক, গ্যাসের চুলা ইত্যাদি
১৪। মেশিনারী পণ্য - খোলা অবস্থায় সকল প্রকার মেশিনারী পণ্য যেমন: ড্রীল মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটার মেশিন, পাইপ রেঞ্জ ইত্যাদি
১৫। সিলিন্ডার - সকল প্রকার গ্যাস ও এলপিজি সিলিন্ডার
১৬। আগ্নেয়াস্ত্র - যেকোন ধরনের দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোল্লাবারুদ
১৭। খেলাধুলা সামগ্রী - উন্মুক্ত অবস্থায় সকল প্রকার খেলাধুলার সামগ্রী যেমন: ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ফুটবল, হকি স্টিক, ব্যাডমিন্টন র্যাকেট, বাচ্চাদের যেকোনো ধরনের খেলনা ইত্যাদি ক্রম
১৮। ইলেকট্রনিক্স পণ্য - প্যাকেটবিহীন যেকোনো ইলেকট্রনিক্স পণ্য যেমন: ব্লেন্ডার, ওভেন, কেটলি, ওয়াশিং মেশিন, গিজার, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ইউপিএস, সাউন্ড বক্স ইত্যাদি
১৯। বাদ্যযন্ত্র - প্যাকেটবিহীন সকল ধরনের বাদ্যযন্ত্র যেমন: হারমোনিয়াম, তবলা, গিটার, বেহালা ইত্যাদি
২০। জ্বালানী ও দাহ্য পদার্থ - যেকোনো প্রকার জ্বালানী ও দাহ্য পদার্থ যেমন: পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, তারপিন, অ্যালকোহল, স্প্রে জাতীয় ক্যান ইত্যাদি
২১। ক্ষয়কারী উপাদান - যেকোনো প্রকার ক্ষয়কারী উপাদান ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন: গাড়ির ব্যাটারী, আইপিএস, এসিড, পারদ, ক্ষার ইত্যাদি
২২। বেলুন - গ্যাস ভর্তি বেলুন/উড়ন্ত খেলনা
২৩।বাজি ও আতশবাজি - যেকোনো ধরনের বাজি ও আতশবাজি
২৪।নেশাজাতীয় - সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য
২৫। অন্যান্য - মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল সিস্টেম, যাত্রীসাধারণ ও রাষ্ট্রীয় নিরাপত্তায় মেট্রোরেল স্টেশন ও ট্রেনে বহন নিষিদ্ধ উপরোল্লিখিত দ্রব্য সামগ্রীর তালিকা প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে পারবে